সর্বদলীয় সভা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি: বিএনপি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশগ্রহণ করা, না করা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। দলের শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি সর্বদলীয় সভা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কীভাবে অংশগ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪ টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চুড়ান্ত করতে সর্বদলীয় সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। সকল রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

সকালে কয়েকটি বেসরকারি টেলিভিশনের স্ক্রলে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে ‘বিএনপি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না’ এমন খবর প্রকাশ হয়। কিন্তু দলটির স্থায়ী কমিটির এই সদস্য একটি গণমাধ্যমের কাছে ওই খবরকে ‘ভুল সংবাদ’ বলে মন্তব্য করেছেন।

তিনি জানিয়েছেন, বিকেলে ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যাবেন। তিনি আরও জানিয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে এখন, এরপরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে।

সেদিন ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আজ বিকেল চারটায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক শুরু হবে, যা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ।

এই সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য সেইসাথে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনে উপস্থিত থাকার কথা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গত বছরের ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের মাধ্যমে ‘বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে’ এমন ঘোষণা দেয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন