জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত প্রায় ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে শোষণ করেছিলো, তারা দেশ প্রেমের ও মুক্তিযুদ্ধের কথা বলে লুটপাট চালিয়েছিল।
শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া জেলা জায়ামাত আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ জামায়াতকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সুযোগ দিলে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও ইজ্জতের হেফাজত থাকবে।
জেলা জামায়াত আমীর প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।