জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে জুলাই বিপ্লবের পূর্ণতা পাবে: শাহ মোজাম্মেল নান্টু

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্য বিএনপির সভাপতি ও হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ মোজাম্মেল নান্টু। দেশে ফিরেই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সধাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান মোজাম্মেল নান্টু।

শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ১৫ বছর আগে তাকে দেশত্যাগে বাধ্য করেছিলো ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। বর্তমানে ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে যে অভ্যূত্থান হয়েছে। তাতে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। ছাত্র জনতার এ আত্মত্যাগ তখনই স্বার্থক হবে যখন মানুষ ভোট দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। একটি নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে তার পূর্ণতা পাবে।

তিনি বলেন, বিগত সময়ে প্রবাসে থেকে যেমন আমরা বিভিন্ন সময় স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, বহির্বিশ্বের কাছে স্বৈরাচারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করেছি। তেমনি আগামীতেও আমরা দেশ গঠনে কাজ করতে চাই। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের যে ৩১ দফা দিয়েছে সেই গুলো বাস্তবায়নে কাজ করবো।

এসময় তার নিজ জেলা হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ ও বাহুবল উপজেলার নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। নবীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব। পৌর বিএনপির আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দ ও বাহুবল উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন