মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য সহ তিন জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাশকান্দি ইউনিয়নের ইউপি সদস্য আক্তার শিকদার, তার ছেলে ও তার অনুসারীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার লোকজনের বিরুদ্ধে।এসময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এলাকায় এখনও থমথমে বিরাজ করছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ বছর ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে আজ সকালে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়। এতে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ হয়। এতে ইউপি সদস্য আক্তার শিকদার ও ছেলে মারুফ শিকদার ঘটনাস্থানে মারা গেছে। উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।