নতুন বাংলাদেশের স্বাধীনতা উৎসব-২০২৪

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম সাংস্কৃতিক সংসদ’ কর্তৃক আয়োজিত ❝নতুন বাংলাদেশের স্বাধীনতা উৎসব-২০২৪❞ সফলভাবে সম্পন্ন হয়েছে।

উৎসবটি পরিচালনা করেন অনুপম সাংস্কৃতিক সংসদের পরিচালক ইয়াছিন আরাফাত এবং ব্যবস্থাপনায় ছিলেন সহকারী পরিচালক জুবায়ের হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুপমের চেয়ারম্যান জনাব আলাউদ্দিন আবির।

উৎসবের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানভিশন টিভির সিইও জনাব মাহবুব মুকুল এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক জনাব আহমাদ তাওফিক। এছাড়া অংশ নেন অনুপমের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সসাসের প্রকাশনা সম্পাদক জাকির হোসাইন, এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম।

উৎসবে ঢাকার বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অনুপমের সাবেক পরিচালকসহ সর্বস্তরের দায়িত্বশীলরা।

নিউজটি শেয়ার করুন