৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে: তারেক রহমান

৩১ দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের কায়দায় আমরা জবাব দিবো না।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা দেয়া হয়েছে। অনেকেই হাতকড়া পড়ে পিতা-মাতার জানাযায় অংশ নিয়েছে। আমাদের নেতা-কর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকারি হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারও ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এ সব কিছু জবাব দেয়া যাবে ৩১ দফা বাস্তাবায়নের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। জনগণের মাঝে ভোটের আস্থা ছড়িয়ে দিতে হবে। নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনাদের অধীস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোন অপকর্ম করতে না পারে। সকলের দায়িত্ব যা আছে তা খুব গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আনবে, সে দিকে খেয়াল রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন