ইসরায়েল নতুন শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব: হামাস

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে কাতারের দোহায় পুনরায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। এর আগেও কয়েকদফা যুদ্ধবিরতির আলোচনা হলেও এবারে ইতিবাচক দিক দেখছে হামাস প্রতিনিধিরা। তারা বলছে, ইসরায়েল যদি নতুন করে কোনো শর্ত না দেয় সেক্ষেত্রে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে গাজার দারাজ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একটি আবাসিক ভবনে বোমা বর্ষণ করে। গাজায় ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় বলছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১২ হাজার ৭৯৯ শিক্ষার্থী নিহত হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরাইল একটি বাফার জোন দখল ও সিরিয়ার বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করেছে। এবিষয়ে সিরিয়ার মাউন্ট হারমনের চূড়া থেকে হিব্রু ভাষায় ভিডিও বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, ইসরাইলি নিরাপত্তার জন্য সিরিয়ার এই অঞ্চল গুরুত্বপূর্ণ। তাই তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই এলাকায় সেনারা থাকবে বলে জানানা তিনি।

হামাস জানিয়েছে, তারা সম্পূর্ণ ও স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সেনা প্রত্যাহার এবং বন্দী বিনিময়ের প্রস্তাব ছাড়া অন্য কোনও চুক্তি মেনে নেবে না। যদিও ইসরায়েল এ বিষয়ে নতুন কিছু শর্ত আরোপ করায় আলোচনায় বেশ কয়েকবার বাধার সৃষ্টি হয়েছে।

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা এবং হাসপাতালগুলোর করুণ অবস্থা মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে। আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।

নিউজটি শেয়ার করুন