বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের কোন ঠাই হবে না, গণতান্ত্রিক সরকারকেই রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। তাহলে জবাবদিহিতা থাকবে। আইনের শাসন কায়েম হবে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিপ্লব উদ্যানে বিজয় র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামীর নতুন বাংলাদেশ পরিচালনা করবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এর বিকল্প কোন কিছু মানবে না জনগণ।
চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নগর সভাপতি আলহাজ্ব এরশাদ উল্লার সভাপতিত্বে বিশাল এ বিজয় সমাবেশে আরও বক্তৃতা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, নগর সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, আবুল হাসেম বক্কর, আবু সুফিয়ানসহ অন্যরা।
বিজয় সমাবেশের শুরুতে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।