বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কয়েকজন লোক গোল টেবিলে বসে সংস্কার করতে পারবেনা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বিএসএমএমইউয়ে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গণ অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই পরিপূর্ণ সংস্কার করতে পারবে। বিগত সরকারের এত দুর্নীতির পরও বাংলাদেশ আজকে যেই অবস্থানে দাঁড়িয়ে তা বিএনপির সার্বিক সংস্কারের ফল। কিন্তু গত ১৫ বছরে সেই অগ্রগতি থমকে গেছে। আগামী দিনে জাতীয় সরকার গঠন করে পরিপূর্ণভাবে ৩১ দফার বাস্তবায়ন হবে।
বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাও হয়েছে সংস্কারের মাধ্যমে, যাতে করে একদলীয় শাসনব্যবস্থা থেকে বের হয়ে আসতে পারে দেশ।