মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

ইরান কিভাবে জবাব দিতে পারে মার্কিন হামলার?

মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা বিভাগের পরিচালক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ স্টিফেন জুনেস জানিয়েছেন, ইরানের হাতে এখন একাধিক জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

স্টিফেন জুনেস বলেন, “ইরান সরাসরি মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে পারে। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ বিভিন্ন অস্ত্রের আওতায় রয়েছে প্রায় ৪০,০০০ মার্কিন নাগরিক ও সেনা। পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন রণতরীগুলোও ইরানি হামলার ঝুঁকিতে রয়েছে।”

তিনি আরও বলেন, “ইরান যদি ওইসব লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তাহলে তা শুধু মার্কিন স্বার্থেই নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি, তেলের বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাতেও বড় ধরনের ধাক্কা দিতে পারে।”

এছাড়াও, ইরাকের ভেতরে অবস্থানরত ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলোও মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করতে পারে বলে সতর্ক করেন তিনি।

স্টিফেন জুনেস বলেন, “আমার ধারণা, ইরান অন্তত একটি কৌশলগত পদ্ধতিতে জবাব দেবে। তারা চুপ করে বসে থাকবে, এমনটা ভাবার সুযোগ নেই।”

বিশেষজ্ঞদের মতে, ইরান যদি সামরিকভাবে পাল্টা পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সহিংসতা ছড়াতে পারে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বেই।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো