মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

বৃষ্টি না এলে আগে ইনিংস ঘোষণা দিতাম: শান্ত

গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টে দুই ইনিংসেই শতক হাঁকিয়ে শুধু ম্যাচের সেরা খেলোয়াড়ই হননি নাজমুল হোসেন শান্ত, গড়েছেন অনন্য এক ইতিহাসও। বাংলাদেশের টেস্ট ইতিহাসে তিনিই প্রথম অধিনায়ক যিনি এক ম্যাচে দুবার শতকের দেখা পেলেন।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে শান্ত অবশ্য নিজেও সেই রেকর্ডের কথা জানতেন না। সোজাসাপটা উত্তর দিলেন, ‘জানি না, তবে দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’

প্রথম ইনিংসে শান্তর সঙ্গে ২০০ রানের বেশি জুটি গড়েছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্ত সেই জুটিকে স্মরণ করে বলেন, ‘মুশি ভাইয়ের সঙ্গে ব্যাট করা দারুণ ছিল। এটা একটা দুর্দান্ত কামব্যাক। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খুব একটা আত্মবিশ্বাসী ছিলাম না। তবে এই সিরিজের আগে ভালো প্রস্তুতি নিয়েছিলাম এবং এই ম্যাচে আমরা অনেকটা চরিত্রের পরিচয় দিতে পেরেছি।’

ম্যাচের শেষ দিনে সবার মনে একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের ইনিংস ঘোষণাটা কি দেরিতে আসেনি? শান্ত এ নিয়ে বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনা ছিল আগে ঘোষণা করার। কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তখন পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হলো। এসব জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না।’

বোলারদের পারফরম্যান্স নিয়েও প্রশংসা ঝরেছে শান্তর কণ্ঠে। ‘ঘোষণার পর তাইজুল আর নাঈম যেভাবে বল করেছে, দারুণ ছিল। এই কন্ডিশনে নাঈম প্রথম ইনিংসে যেভাবে বল করেছে, অসাধারণ। তার খুব একটা সুযোগ ছিল না সম্প্রতি, কিন্তু তার কাজের প্রতি নিষ্ঠা অসাধারণ এবং আজকে সে দেখিয়েছে সে কতটা ভালো বোলার।’

গলে জয়টা শেষ পর্যন্ত হাতছাড়া হলেও, শান্তর সেঞ্চুরির জোড়া এবং আত্মবিশ্বাসী নেতৃত্ব বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি হিসেবেই থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো