মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

প্রথম সেশনে বাংলাদেশকে অলআউট করে ম্যাচ জিততে চায় লঙ্কানরা

বাংলাদেশ গলে টেস্টের চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে, লিড দাঁড়িয়েছে ১৮৭। ম্যাচটা এখন অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকলেও, লঙ্কান শিবিরে এখনও জয়ের আশা হারাননি মিডল অর্ডার ব্যাটার কামিন্দু মেন্ডিস।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদমাধ্যমকে কামিন্দু বলেন, ‘টোটাল যাই হোক না কেন, আমাদের সেটা তাড়া করতেই হবে। তবে প্রথম কাজ হবে সকালে দ্রুত উইকেট তোলা। আমরা যদি প্রথম সেশনেই বাংলাদেশকে অলআউট করতে পারি, তাহলে জেতার জন্য আমরা প্রস্তুত।’

কামিন্দুর মতে, এক সেশনেই যদি প্রতিপক্ষকে গুটিয়ে ফেলা যায়, তাহলে রান তাড়ার জন্য দুই সেশন সময় থাকবে—যেটা যথেষ্ট। ‘তারা যদি তিনশো রান করতে চায়, তাহলে তাদের আরও ১০০ বা ১২০ রান করতে হবে। আমরা যদি ওদের সকালে গুটিয়ে ফেলতে পারি, তাহলে ওই রান তাড়া করতেও আমাদের হাতে দুইটা সেশন থাকবে।’

শেষে আশাবাদী কণ্ঠে কামিন্দু জানান, ‘রান তাড়ার ব্যাপারে আমরা ইতিবাচক। তবে সবকিছুর আগে দরকার দ্রুত উইকেট তুলে নেয়া। এরপর যেটুকু রান দরকার হবে, আমরা সেটার পেছনে ছুটব।’

বাংলাদেশ যেখানে চাপমুক্ত হয়ে বড় লিডের দিকে তাকিয়ে, শ্রীলঙ্কা সেখানে চায় আগুন ঝরানো এক সকালে ঘুরে দাঁড়াতে। গলে টেস্টের পঞ্চম দিনে তাই নাটকীয় কিছু হলেও হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো