টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম সভাপতি এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার শহরের নিরালা ঘর চাইনিজ রেস্টুরেন্টে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যান্য কর্মকর্তা হলেন- সহ-সভাপতি (মাইটিভি) জেলা প্রতিনিধি মির্জা মাসুদ, যুগ্ম সম্পাদক (এশিয়ান টিভি ও বাংলাবাজার পত্রিকার) টাঙ্গাইল প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, কোষাধ্যক্ষ (বাসস, জি’টিভির, দৈনিক ভোরের আকাশ ) টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক (আরটিভির) টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন এবং ক্রীড়া সম্পাদক ( দৈনিক আমার দেশ) পত্রিকার সখিপুর প্রতিনিধি আনোয়ার কবির।
এর আগে সকালে সাধারণ সভায় সভাপতিত্ব করেন দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীম। এতে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভি ও আমার দেশের জেলা প্রতিনিধি মহব্বত হোসেন। সভায় জেলার ১২টি উপজেলায় কর্মরত প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।