সোমবার, জুন ২৩, ২০২৫
নিউজ পাঠান
সোমবার, জুন ২৩, ২০২৫
লেখা পাঠান

এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারল বাংলাদেশ

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার ধাক্কা এখনো কাটেনি, এর মধ্যেই নতুন হতাশা যোগ করল পাকিস্তানের বিপক্ষে পরাজয়। শুক্রবার (৩০ মে) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারায় ৫৭ রানের বড় ব্যবধানে হারের স্বাদ নিতে হয় টাইগারদের।

টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে ইতোমধ্যে সিরিজটি হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। প্রধানত ব্যাটিংয়ের দুর্বলতায় হারে টাইগাররা। ২০২ রানের লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে ফিরে যাওয়ার পর দলের কেউই ধীরগতিতে হাল ধরতে পারেনি। পারভেজ ইমন, লিটন দাস ও জাকের আলির ব্যাটিং ছিল হতাশাজনক।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ২৩ রান এবং তানজিম হাসান সাকিব ৩১ বল মোকাবিলায় ৫০ রানের সংগ্রহে দলের স্কোর কিছুটা উজ্জ্বল করে তোলে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস থেমে যায় ১৪৪ রানে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন আবরার আহমেদ।

লাহোরে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। পাকিস্তানের স্কোরে সবচেয়ে বড় অবদান রাখেন সাহিবজাদা ফারহান, যিনি ১৮০ এর বেশি স্ট্রাইকরেটে ৭৪ রান করেন। এ ছাড়া হাসান নাওয়াজ ৫১, মোহাম্মদ হারিস ৪১ এবং সালমান আগা ১৯ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে দুইটি উইকেট নেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো