শনিবার, মে ১০, ২০২৫
নিউজ পাঠান
শনিবার, মে ১০, ২০২৫
নিউজ পাঠান

ধর্ষণের মামলা করায় মৃত্যু হুমকিতে কাঁপছে নির্যাতিতা বিচার নয়, হুমকি পেলেন ধর্ষণের শিকার নারী!

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক ও যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্ষককে বাঁচাতে ধর্ষণের শিকার নারীকে প্রাননাশের হুমকির অভিযোগ। জীবন বাঁচাতে পালিয়ে বেরাচ্ছে বাদীর পরিবার।

জানা গেছে, পটুয়াখালীর দুমকিতে প্রবাসীর স্ত্রীর শামীমা সুলতানা (২৯) এর সাথে প্রতারণার জালে আটকিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামলার ১নং আসামী সাদ্দাম হোসেন। সে সম্পর্কের ধারাবাহিকতায় এক সময় প্রবাসী স্বামীকে তালাক দিয়ে বিয়ের প্রলোভন দেখায়। এতে প্রলুব্ধ হয়ে শামীমা সুলতানা দুই সন্তান ও গৃহত্যাগ করে আসামীর সাথে কয়েকমাস ঘরসংসার করে। কিন্তু একটি পর্যায়ে বাদীর টাকা পয়সা এবং স্বর্নলংকার আত্মসাৎ করে অভিযুক্ত সাদ্দাম হোসেন শহরের ভাড়া বাসায় শামীমা সুলতানাকে ফেলে রেখে পালিযে যায়। এ ঘটনায় পরবর্তিতে পটুয়াখালী থানায় গত ২৯ মার্চ, ২০২৫ তারিখে
মামলা করে ভুক্তভোগী নারী।  মামলা নং ৬১।

মামলা করার পর থেকে স্থাণীয় বিএনপি ও যুবদল নেতাদের কয়েকজন বাদীর পরিবারকে  মামলা তুলে না নিলে জানে মেরে ফেলার হুমকীর অভিযোগ করেছে বাদীর পরিবার। এ দিকে মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করেনি থানা পুলিশ। বাদীর অভিযোগ বিএনপি ও যুবদল নেতার আশ্রয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামী। নেতাদের  ভয়ের কারণে থানা পুলিশও মামলার আসামীকে ধরতে গড়িমসি করছে। এতে বাদী তার দুই সন্তান ও পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায়র মধ্যে আছেন।
এ বিষয়ে তদন্তকারি কর্মকর্তা হাবিবুর রহমানের সাথে যোগযোগ করা হলে তিনি জানান, “মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে নতুন করে বাদীকে হুমকী দেয়া হচ্ছে এমন কোন অভিযোগ তার জানা নেই।”

মামলারপরবর্তীতে এ নিয়ে সামাজিক ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নিলেও মামলার অনান্য আসামীরা বিশেষ করে দুমকি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, দুমকি উপজেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম হাওলাদার ও দুমকি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সর্দারসহ বেশ কয়েকজন সালিশ বৈঠকের নামে একটি ঘরে ওই গৃহবধূকে আটকে সেখানে তাকে মারধর করে এবং যৌন নির্যাতনের ও প্রাননাশের হুমকি প্রদান করেন।
ভূক্তভোগী নারী জানান, তার দুটি সন্তান আছে, তাদের নিয়ে এখন বাহিরে বের হতে পারছেনা, বিশেষ করে তাদের স্কুলে নিয়ে যেতে তিনি ভয় পাচ্ছেন। এ ছাড়া মামলা তুলে না নিলে তাদের কে দুনিয়া ছাড়া করার কথাও বলা হচ্ছে। এছাড়া সামাজিক ভাবে তাদের হেয় প্রতিপন্ন করতেও বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

মামলার অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয় নাই।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো