সুশাসন প্রতিষ্ঠিত হলে প্রতিটি দিনই হবে ঈদ: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি সুশাসনের বাংলাদেশ হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহিদদের পরিবারে আজ ঈদের খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হতেই হবে।

;

সোমবার (৩১ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেন জামায়াতে ইসলামীর আমীরসহ দলটির নেতাকর্মীরা। নামাজ আদায়ের পর জামায়াতের আমির, এবার ভিন্ন আঙ্গিকে এবার দেশবাসী ঈদ উদযাপন করছেন।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জামায়াত বদ্ধপরিকর জানিয়ে দলের আমির বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।