বাংলাদেশে ২ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থায়ন করবে চীন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বাংলাদেশে ২ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থায়ন করবে চীন। যার মধ্যে ১ বিলিয়ন ডলার থাকবে বিনিয়োগের জন্য।

রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

;

বিডার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, মোংলা পোর্ট ও আনোয়ারায় বিনিয়োগ বাড়াতে চায় চীনা প্রতিষ্ঠানগুলো। আনোয়ারায় ১শ’ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ৩০টি চীনা কোম্পানি।

এসময় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে চীনে পড়াশোনা করছেন। যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। আগামী ৫০ বছরে পানির চাহিদা ও বণ্টন, সংরক্ষন ও বন্যা নিয়ন্ত্রণ বিষয়ে সহযোগিতা করবে চীন।