চুয়াডাঙ্গায় ক্রমাগত তাপমাত্রা বেড়েই চলেছে। গত ৪ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রীর বেশি বেড়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।
বৃহস্পতিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৫ শতাংশ। বুধবার জেলায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস ও মঙ্গলবার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস। হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে দুর্ভোগ বাড়ছে।
;
গত ১৩ মার্চ প্রথম তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড শুরু হয়। ওইদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ ডিগ্রী সেলসিয়াস, সেসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ফেব্রুয়ারী ১৮ ডিগ্রী সেলসিয়াস।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গত ২০২৪ সালে ৩০ এপ্রিল তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। প্রতি বছর মার্চ ও এপ্রিল মাসে তাপমাত্রা বেশি অনুভূত হয়।