জুলাই আন্দোলনে আহতদের পাশে সব সময় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

দিগন্তকণ্ঠ ডেস্ক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জুলাই আন্দোলনে আহতদের পাশে সব সময় থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।

;

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ২শ’ আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান সেনাপ্রধান।

ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশাপাশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।