বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোন মূল্যে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে হবে।
শনিবার (২২ মার্চ) রাজধানীতে ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, এমন কিছু করা যাবে না যাতে করে স্বৈরাচার আমাদের কাঁধে ভর করে।
সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাড় করানো দুঃখজনক বলেও মন্তব্য করেছেন তিনি।
বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল নিয়মিতই ইফতার মাহফিলের আয়োজন করছে। সেই ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ আর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
তারেক রহমান বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাড় করানো ঠিক নয়। রাজনৈতিক ভিন্নমত থাকলেও সুন্দর আর সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমাদের এক থাকতে হবে।