আগামী নির্বাচনে ভোটারের বয়স ১৬ বছর এবং প্রার্থীর বয়স ২৩ বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজ জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানিয়েছে তারা।
আজ ২২ মার্চ শনিবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সাংবাদিকদের বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ১৯৭২ সালের সংবিধান আর প্রাধান্য পাচ্ছে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। প্রয়োজনে একইসাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে।
২৩ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টি সংস্কার প্রস্তাব জমা দেবে উল্লেখ করে তিনি বলেন, ন্যূনতম প্রার্থীর বয়স ২৩ বছর এবং ভোট দেওয়ার বয়স ১৬ বছর নির্ধারণ করা উচিত। এতে তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ বাড়বে এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা আরও শক্তিশালী হবে।