বিচারের পর জনগণ ক্ষমা করলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপি’র আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার ২১ মার্চ সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের হত্যা, লুটপাট ও দুর্নীতির বিচার হতেই হবে জানিয়ে রুহুল কবির রিজভী বলেছেন, তাদের রাজনীতি নিয়ে কথা হচ্ছে। কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণ ক্ষমা করলে এবং নতুন নেতৃত্ব আসলে বিএনপি’র কোন আপত্তি নেই।
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে দাবি করে রিজভী বলেন, নেতাকর্মীদের বিভিন্ন অপরাধে অভিযুক্ত করা হলেও তাদের ভালো কাজের প্রচার হচ্ছে না। এসময় নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করবে বলেও মন্তব্য করেন তিনি।