গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদুরসাদী স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাদুরসাদী স্কুল মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে বিএনপি নেতা আপেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ইফতারের খাবার ভাঙচুর করে এবং জামায়াতের নেতাকর্মীদের মারধর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, "আমরা শান্তিপূর্ণভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কিন্তু বিএনপি নেতা আপেল ও তার সহযোগীরা হামলা চালায়। তারা জামায়াতের নাম মুখে আনতেও নিষেধ করে এবং হুমকি দেয়।"
কালীগঞ্জ জামায়াতের আমির মাহমুদ হাসান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় নিয়ে মামলা হয়ছে । তবে তারা বিষয়টি খতিয়ে দেখছে।