জান্নাত – মনোয়ার হুসাইন নাঈম

জান্নাত
✍️লেখকঃ- মনোয়ার হুসাইন নাঈম

রবের দেওয়া সেরা দান,
জান্নাত আমার প্রাণ।
জান্নাতে যেতে যায় মন,
অপেক্ষায় থাকি সারাক্ষণ।

যার নিচে প্রবাহিত নহর,
যেথায় আছে নানান রকমের নেয়ামত।

রব আপনি
দুনিয়াকে সাজিয়েছেন কত সুন্দর করে,
তাহলে জান্নাতটা কতইনা সুন্দর হবে।

একটা হাদিসে পেয়েছি আমি,
আয়াতুল কুরসি পড়তে জানি।
ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পরিলে তবে,
মৃত্যুর পরে পরে জান্নাত তারি হবে।

জান্নাতে যায়বে যারা,
আল্লাহ ধ্যানে পাগল তারা।

দুনিয়া দারি করিলো ত্যাগ,
ইবাদতে করিলো বেক।

আমার ইবাদত তোমার দান
জান্নাত আমার প্রাণ,
আমার প্রতি খুশি হয়ে
জান্নাত করিও দান।

নানান রকম ফলের মেলা,
জান্নাতে হয়বে খেলা।
রবের দেখা মিলবে যখন,
সব ফেলিয়ে চায়বে তখন।

থাকবে সেথায় হুরের ডজন,
কি সুন্দর তাদের দেহের গরন।

উড়নার সুতা বিক্রি করে,
দুনিয়া পায়বে ১০ বার করে।

এত কিছু জানার পরে,
আজও কেন মুখ ফিরিয়ে?

হেদায়েত চাই গো মোরা
কৃপনতা করো না,
শয়তানের কাছে আমায়
ফেলে দিও না।

বাঁচতে চাই কুরআন নিয়ে,
থাকতে ইসলাম নিয়ে।
মৃত্যুর পর করে দিও ঠায়
জান্নাতে আমায়।

নিউজটি শেয়ার করুন