পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর “র‍্যালি ও রমাদান সন্ধ্যা”

১ মার্চ ২০২৫, ঢাকা: ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে “র‍্যালি ও রমাদান সন্ধ্যা” এর আয়োজন করে। ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং রমজানকে বরণ করে নিতে সাইমুমের এই ভিন্ন ধরণের আয়োজন।

র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাগরিবের নামাজের পর সাইমুমের শিল্পী ও সংস্কৃতিপ্রেমী নানা মানুষের অংশগ্রহনে শুরু হয় এবং শাহবাগে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালিতে শিল্পীরা স্লোগানে স্লোগানে রমজানের পবিত্রতা রক্ষার কথা বলে এবং রমজানকে স্বাগত জানিয়ে নানা স্লোগানে মুখর করে তুলে। র‍্যালি পরবর্তী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে রমজানের জনপ্রিয় গানগুলো নিয়ে রমাদান সন্ধ্যার আয়োজন করে। উক্ত রমাদান সন্ধ্যায় সাইমুমের জনপ্রিয় গানগুলোর মধ্যে “মাহে রমজান এলো বছর ঘুরে”, “আবার এলো রমজান”, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান”, “আবার এনেছে রহমের নদী”, “বদরের মাস এলো” এবং অন্যান্য গানগুলো পরিবেশিত হয়। উক্ত পরিবেশনায় অংশ নেয় সাইমুমের শিশু, কিশোর, বড় শিল্পী এবং অভিভাবক ও সাধারণ মানুষ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম। তারাবি নামাজের কথা বিবেচনা করে নামাজের পূর্বেই অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

নিউজটি শেয়ার করুন