শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় বছরে পদার্পণের সময়ে দেশটি এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালিকায় রাশিয়া ছাড়াও একাধিক দেশের প্রতিষ্ঠান রয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন সোমবার রাশিয়ার বিরুদ্ধে তার সবচেয়ে বড় নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছে, যা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই সবচেয়ে বড়। এই প্যাকেজের মধ্যে রাশিয়ান সামরিক বাহিনীর জন্য উপকরণ সরবরাহকারী বিশ্বব্যাপী কোম্পানিগুলোকেও লক্ষ্য করা হয়েছে।
এই পদক্ষেপটি রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকী উপলক্ষে নেওয়া হয়েছে এবং এর মধ্যে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কুয়াং চোলকেও লক্ষ্য করা হয়েছে। তাকে রাশিয়ায় উত্তর কোরিয়ার বাহিনী মোতায়েন করার জন্য দায়ী করা হয়েছে। এ ছাড়াও কিরগিজস্তানে অবস্থিত কেরেমেত ব্যাংককেও নিষেধাজ্ঞায় লক্ষ্যবস্তু করা হয়েছে।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মেশিন টুল, ইলেকট্রনিকস এবং দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে মাইক্রোপ্রসেসর রয়েছে যা অস্ত্র ব্যবস্থায় ব্যবহৃত হয়। এসব কোম্পানি বিভিন্ন তৃতীয় দেশের মধ্যে রয়েছে। এগুলো হলো তুরস্ক, থাইল্যান্ড, ভারত এবং চীন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞায় রাশিয়ার বিলিওনিয়ার ব্যবসায়ী রোমান ট্রটসেঙ্কোর নামও রয়েছে।
ব্রিটেন জানিয়েছে, এ দফায় ৪০টি জাহাজকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। এসর জাহাজ রাশিয়ার পেট্রোলিয়াম তেল পরিবহণে ব্যবহৃত হচ্ছিল এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, প্রতিটি সামরিক সরবরাহ লাইন বিঘ্নিত, প্রতিটি রুবল আটকে রাখা, এবং পুতিনের আগ্রাসনের প্রতিটি সহায়কের উন্মোচন একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির দিকে একটি পদক্ষেপ।