মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

সিলেট মহানগর আমিরের দুঃখ প্রকাশ

সিলেট এমসি কলেজে ছাত্র নির্যাতনের ঘটনায় দেওয়া বক্তব্যের কারণে সৃষ্ট বিতর্কের পর এবার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে ফখরুল ইসলাম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে পড়ে। যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে।

তিনি বলেন, এ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে রোববার (২৩ ফেব্রুয়ারি) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আনজুমানে আল ইসলাহ নেতার সঙ্গে বৈঠকে মিলিত হই।

বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে ছিল না।

তিনি বলেন, এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমি আশা করব, তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্ত হবে তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে সৃষ্ট বক্তব্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

প্রসঙ্গত, সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে তালামীযে ইসলামিয়ার এক কর্মীকে মারধরের ঘটনায় ছাত্রশিবিরের কিছু কর্মী জড়িত বলে তালামীযে ইসলামিয়ার সঙ্গে এক বৈঠকে জানায় জামায়াতে ইসলামী। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশও করে।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো