ভারতের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতকে অর্থনৈতিক ও উন্নয়নের দিক দিয়ে পেছনের ফেলার অঙ্গীকার করেছেন তিনি।
সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাহবাজ বলেন, পাকিস্তান যদি অর্থনৈতিক ও উন্নয়নের ক্ষেত্রে ভারতকে পেছনে ফেলতে না পারে, তাহলে তার নাম পরিবর্তন করে ফেলবেন। ‘আমার নাম শেহবাজ শরীফ থাকবে না’ বলেও উল্লেখ করেন তিনি।
শেহবাজ শরিফ সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ডেরা গাজি খানে একটি জনসভায় অংশ নেন। সেখানে তিনি বেশ উত্তেজিত ও আবেগপ্রবণ হয়ে পড়েন। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, তার সরকার সাধারণ মানুষের চাহিদা পূরণে কঠোর পরিশ্রম করছে।
পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের পরিস্থিতি উন্নত করতে আমরা দিন-রাত কাজ করব। আল্লাহ্ সর্বদা পাকিস্তানকে আশীর্বাদ করেছেন। তিনি বলেন, আমার প্রচেষ্টায় যদি পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে ভারতকে পেছনে ফেলতে না পারে, তাহলে আমার নাম শেহবাজ শরিফ থাকবে না।
তিনি তার বড় ভাই ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জীবনকে সাক্ষী রেখে শপথ নেন। তিনি বলেন, আমি নওয়াজ শরিফের ভক্ত, তার অনুসারী। আজ আমি তার জীবনকে সাক্ষী রেখে শপথ নিচ্ছি যে, যতদিন আমার শক্তি ও ইচ্ছা থাকবে, আমরা সবাই মিলে পাকিস্তানকে মহান করে তুলব এবং ভারতকে পরাজিত করব।