ফ্ল্যাপ থেকেঃ ইতিহাস হলো কোনো জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার ভিত। যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতির অস্তিত্ব যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। আমরা মুসলিম হয়েও আজ নিজ জাতির ইতিহাস সম্পর্কে কিছুই জানি না, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। আমাদের শিশু-কিশোরদের আমরা জানাচ্ছি রূপকথার গল্প। আমরা ভুলেই যাচ্ছি তারা যা জানবে তা-ই শিখবে। আজকের শিশুরাই মুসলিম উম্মাহর পরবর্তী কর্ণধার। তাদেরকে ছোট থেকেই যদি নিজ জাতির গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত না করা হয় তবে আগামীতে উম্মাহর জন্য কল্যাণের কিছু আশা করা যায় না। যেহেতু পরিবারই শিশুর প্রথম বিদ্যালয় তাই শুরুটা করতে হবে পরিবার থেকে। আসুন ভবিষ্যৎ প্রজন্মকে মুসলিম উম্মাহর যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তুলি। নিজেদের ইতিহাস জানি এবং সন্তানদেরও জানাই। পরবর্তী প্রজন্মের জন্যই আমাদের এই প্রচেষ্টা। গল্পে-গল্পে সহজ সাবলীলভাবে আমরা আমাদের প্রজন্মের কাছে আমাদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি।
মূলত শিশু থেকে বড় সকলের জন্যই এই বইটি উপযুক্ত। এখানে আয়ান ও আয়াত নামক দু'জন ভাইবোনের গল্পের মাধ্যমে নবী রাসুলদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে। বইটি পড়লে আদম আলাইহি সালাম থেকে ইব্রাহিম আলাইহি সালাম পর্যন্ত যেসকল নবী রাসুল সম্পর্কে হাদিস ও কুরআনে বর্ণিত হয়েছে তাদের সম্পর্কে জানতে পারবেন। শেকড়ের খোঁজে একটি সিরিজ হতে চলেছে ইনশাআল্লাহ। যে সিরিজে আদম আলাইহি সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত সকল নবীদের ঘটনা উঠে আসবে,যা পড়ে সকলেই নবী রাসুল দের জীবনের নানান ঘটনা জানতে পারবে। নিজেদের শেকড় চিনবে।