মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

হঠাৎ বৃষ্টিতে ভিজল বই, কমলো দর্শনার্থী

রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই কিছুটা মেঘলা ছিল। দুপুর পেরোতেই হঠাৎ করেই রাজধানীতে শুরু হয় ঝিরি ঝিরি বৃষ্টি। আর সন্ধ্যার পরই মুষলধারে বৃষ্টি নামে। হঠাৎ বৃষ্টিতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট বইমেলার নিমিষেই ঘটেছে ছন্দপতন। বেশিরভাগ স্টল-প্যাভিলিয়নই গুছিয়ে উঠতে না পারায় ভিজেছে বই।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৃষ্টি শেষে বইমেলা এলাকা ঘুরে দেখা যায়, হঠাৎ করে বৃষ্টি আসায় পূর্বপ্রস্তুতির অভাবে বইমেলার বেশিরভাগ স্টলই পরিপূর্ণভাবে গুছিয়ে উঠতে পারেনি। কোনোভাবে পলিথিন দিয়ে ঢেকে বইগুলো ভেজা থেকে রক্ষার চেষ্টা করা হলেও অধিকাংশ স্টলেই ভিজেছে সামনের সারিতে থাকা কিছু বই। তবে কেউই বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি।

বৃষ্টি নিয়ে প্রথমা প্রকাশনীর শাকিল বলেন, সামনের সারির বইগুলো ভিজেছে। যতদ্রুত সম্ভব আমরা বইগুলো সরিয়ে ফেলার এবং ঢেকে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও পূর্বপ্রস্তুতি না থাকায় কিছু বই ভিজে গেছে।

অবসর প্রকাশনীর মোহাম্মাদ রাসেল বলেন, আমাদের অল্প কিছু বই ভিজেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পলিথিন দিয়ে ঢেকে দিতে পেরেছি। বেশি বই ভিজেনি, তেমন ক্ষতিও হয়নি। তবে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে তা হলো বইমেলার আজই শেষ ছুটির দিন। আজ আমাদের বিক্রির প্রত্যাশা ছিল প্রচুর, কিন্তু বৃষ্টির কারণে সেটিই সম্ভব হয়নি।

অন্যধারা প্রকাশনীর আব্দুল্লাহ বলেন, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে আমরা বইগুলো নিচে নামিয়ে ফেলি। দোকানের গঠনের কারণে অল্প সময়েই আমাদের কয়েকটি বই ভিজে যায়। বাতাস থাকায় বৃষ্টি ভেতরে চলে আসছিল বলে আমরা দ্রুত ঢেকে দিয়েছি।

এদিকে বইমেলা ঘুরে দেখা যায়, চলাচলের রাস্তায় পানি জমে যাওয়ায় যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। স্টলগুলোর সামনেও পানি জমেছে। হঠাৎ বৃষ্টিতে দর্শনার্থীর সংখ্যা কমেছে।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো