বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
নিউজ পাঠান
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
লেখা পাঠান

৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল

কারাগারে থাকা ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আজ তারা ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ কারাগারে থাকা ৬০২ জন ফিলিস্তিনি বন্দির নাম প্রকাশ করেছে। আজ তারা কারাগার থেকে মুক্তি পাবেন।

মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ৫০ জনের যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। এ ছাড়া ৬০ জনের দীর্ঘমেয়াদি কারাদণ্ড রয়েছে। এছাড়া ৪৭ জনকে ২০১১ সালে একজন ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল এবং আবার গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া এ দফায় শতাধিক লোককে অবিলম্বে নির্বাসিত করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুক্তিপ্রাপ্ত অনেক ফিলিস্তিনি বন্দির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তারা বলেছেন, মুক্তির আগে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মারধর ও দুর্ব্যবহার করা হয়েছিল।

এর আগে জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির কার্যকর হয়। এর অংশ হিসেবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে।

এ চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন। ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে।

চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এ ছাড়া, মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো