আধুনিক ক্যামেরার পথপ্রদর্শক: ইবনুল হাইসামের অবদান

আধুনিক ক্যামেরা আবিষ্কারের পেছনে রয়েছে একজন মুসলিম বিজ্ঞানীর হাত। তার নাম ‘ইবনুল হাইসাম’। আজ থেকে ১০০০ বছর আগে তিনি ক্যামেরার মূল ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। ইবনুল হাইসামের জন্ম ৯৬৫ খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে। ইবনুল হাইসাম একাধারে একজন গণিতবিদ, জ্যোতির্বিদ ও পদার্থবিজ্ঞানী। ১০২১ সালে তিনি প্রথমবারের মতো পিনহোল ক্যামেরার ধারণা দেন।

ইবনুল হাইসাম বিশ্ববাসীকে দেখান যে আলো চোখে প্রবেশ করার মাধ্যমে আমরা দেখতে পাই। তিনি আবিষ্কার করেন, আলো একটি ছোট্ট ফোকাস পয়েন্ট দিয়ে প্রবেশ করলে একটি চিত্র গঠন করে। এই ধারণার ভিত্তিতে তিনি তৈরি করেন পিনহোল ক্যামেরা। তার লেখা গ্রন্থের নাম ‘আল মানাজির’ বা ‘বুক অব অপটিক্স’। অপটিক্সের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়, এবং এই গ্রন্থকে নিউটনের ‘প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা’-র সমতুল্য ধরা হয়।

ইবনুল হাইসামের এই আবিষ্কারের পর বিজ্ঞানীরা ধাপে ধাপে ক্যামেরা উন্নত করেন। ১৯৭৫ সালে কোডাকের স্টিভেন স্যাসন প্রথম ডিজিটাল ক্যামেরা উদ্ভাবন করেন, যা ক্যামেরা প্রযুক্তিতে বিপ্লব নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন