শনিবার, জুলাই ১২, ২০২৫
নিউজ পাঠান
শনিবার, জুলাই ১২, ২০২৫
লেখা পাঠান

গাজাবাসীকে উৎখাতের প্রস্তাব, মুখ খুললেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ৩৮তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে আব্বাস এ বিষয়ে কথা বলেন।

ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজা দখলের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ক্ষুব্ধ আরব দেশগুলো। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জোরালো কোনো প্রতিবাদ দেখা যায়নি। অবশেষে আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে কথা বললেন মাহমুদ আব্বাস।

তিনি বলেন, যারা মনে করে তারা একটি নতুন শতাব্দীর চুক্তি চাপিয়ে দিতে পারে অথবা ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করতে পারে, তারা বিভ্রান্ত।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সম্মেলনে বক্তব্য দেন মাহমুদ আব্বাস। পরে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির বরাতে মিডল ইস্ট মনিটর সংবাদ প্রকাশ করে।

আব্বাস জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার এবং জোরপূর্বক তাদের বাস্তুচ্যুত করার আহ্বান কেবল গাজায় যুদ্ধাপরাধ, গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ, সেই সঙ্গে বসতি সম্প্রসারণ এবং পশ্চিম তীর দখলের প্রচেষ্টার অপরাধ থেকে মনোযোগ সরিয়ে রাখার একটি প্রচেষ্টা।

তিনি আরও বলেন, জাতিসংঘের রেজল্যুশনের ১৯৪ ধারা অনুসারে, গাজায় বসবাসকারী ১৫ লাখ শরণার্থীর সেখানেই ফিরে যাওয়া উচিত যেখানে তাদের মাতৃভূমির শহর এবং গ্রাম। যেখান থেকে তারা ১৯৪৮ সালে বাস্তুচ্যুত হয়েছিল।

আব্বাস আরও জোর দিয়ে বলেন, ইসরায়েলি ঔপনিবেশিক অনুশীলন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি পদক্ষেপ প্রয়োজন। যাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে কবর দিতে চাওয়া চরমপন্থি শক্তির উত্থান রোধ করা যায়।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো