মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

প্রস্তুতি ম্যাচেই হোঁচট বাংলাদেশের, ২০২ রানেই অলআউট

দুবাইয়ের গরম হাওয়ায় আক্রমণাত্মক ক্রিকেটের স্বপ্ন নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে পাকিস্তান ‘এ’ দলের স্পিন ফাঁদে ধরা পড়ে ৭০ বল বাকি থাকতেই ২০২ রানে অলআউট হলো টাইগাররা। মেহেদী হাসান মিরাজের ৪৪ রানের ইনিংস এবং তানজিম সাকিবের শেষ মুহূর্তের ৩০ রান না থাকলে হয়তো ২০০-ও পেরোতে পারত না বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই তানজিদ তামিমের (৬) বিদায়ে ধাক্কা খায় বাংলাদেশ। অধিনায়ক শান্তও (১২) বেশিক্ষণ টিকতে পারেননি। সৌম্য সরকারের ৩৫ রানের ইনিংস আশা জাগালেও রান আউটে কাটা পড়ায় ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

তাওহীদ হৃদয়ের (১৯) সাথে ৫৬ রানের জুটি গড়লেও মিরাজকে (৪৪) আউট করার পরপরই বাংলাদেশ ধসে পড়ে। অভিজ্ঞ মুশফিকুর রহিমের (৫) ব্যর্থতা আরও বাড়ায় চাপ। শেষদিকে তানজিম সাকিব (৩০) ও নাসুম আহমেদ (১৫)-এর ছোট ছোট ইনিংস ভরসা দেয় ২০২ রান পর্যন্ত।

৪ উইকেট শিকার করে পাকিস্তান শাহিনসদের নায়ক উসামা মীর। মুবাশ্বির খান নেন ২ উইকেট। টাইগারদের এই ব্যর্থতার পর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবে বাংলাদেশ? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে!

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো