মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

কবরস্থান: এক অনন্ত যাত্রার ঠিকানা

কবরস্থান: এক অনন্ত যাত্রার ঠিকানা

আরাফাত হোসেন (সিয়াম)

কবরস্থান—এমন এক স্থান, যেখানে জীবনের সকল কোলাহল থেমে যায়। এখানে বিশ্রাম নিচ্ছে অসংখ্য প্রাণ, যারা একসময় এই পৃথিবীতে হাঁটতো, কথা বলতো, স্বপ্ন দেখতো। আজ তারা কেবলই স্মৃতি, তাদের অস্তিত্বের চিহ্ন হয়ে রয়েছে এক মুঠো মাটি আর নামফলকে খোদাই করা কিছু অক্ষরে।

এই নিস্তব্ধ প্রাঙ্গণ আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর এই জীবন ক্ষণস্থায়ী। আমরা যতই ব্যস্ত থাকি, একদিন সবাইকেই এই শীতল মাটির নিচে শুয়ে পড়তে হবে। তাই কি আমরা আজ প্রস্তুত?

আল্লাহ তাআলা কুরআনে বলেন:

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ
“প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কেয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে।”
[সূরা আলে ইমরান: ১৮৫]

কবরস্থান আমাদের জন্য একটি শিক্ষা। এটি আমাদের অহংকার ভেঙে দেয়, জীবনের সত্য উপলব্ধি করায় এবং নেক আমলের জন্য প্রস্তুত হতে বলে।

জীবন খুবই সংক্ষিপ্ত। আমাদের উচিত অহংকার, হিংসা ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখা। কারণ, এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী নই। আজ যারা শক্তিশালী, কাল তারা হয়তো মাটির নিচে নিস্তব্ধ হয়ে থাকবে।

তাই আসুন, এমন জীবন গড়ি যাতে মৃত্যুর পর মানুষ আমাদের জন্য দোয়া করে, আমাদের ভালো কাজগুলোকেই স্মরণ করে। কারণ, কবরের অন্ধকারে তখন কেবল আমলই হবে একমাত্র সঙ্গী।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো