মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে ফাল্গুনের আড্ডা অনুষ্ঠিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস ক্লাবের উদ্যোগে বসন্ত বরণ উপলক্ষে ফাল্গুনের আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বিবিএ ডিপার্ট্মেন্টের সিনিয়র জুনিয়র স্টুডেন্টের মধ্যে গুড কমিউনিকেশন জন্য এ আয়োজন করা হয়। শিক্ষক এবং শিক্ষার্থীরা নাচ, গান, আড্ডা এবং খেলাধুলার মাধ্যমে বসন্তকে বরণ করে নেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি রেজিস্টার মোঃ কামরুল হোসেন, আহসানুল তৌহিদ মিল্টন,
কন্ট্রোলার অব এক্সামিনেশনস প্রোঃ ম. মকবুল হোসেন,
ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনেশনস মোহাম্মদ আবির ইসলাম, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের চীফ এডভাইজার প্রফেসর ডঃ সেলিম আহমেদ, মডারেটর ডঃ শরীফ হোসেন, মোঃ আজিম (এসিস্টান্ট প্রফেসর, এডভাইজার), আব্দুলাহ মোহাম্মদ শরীফ (এসিস্টান্ট প্রফেসর, এডভাইজার), মোঃ মনিরুজ্জামান (এসিস্টান্ট প্রফেসর, এডভাইজার), ডঃ মোঃ মহিদুল ইসলাম (সিনিয়র লেকচারার, এডভাইজার), এবং ডঃ কামাল হোসেন।
অনুষ্ঠানটির সর্বশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যেমন :- হাড়ি ভাঙ্গা, বালিশ খেলা, মার্বেল দৌড়, জামাই-বৌ খোঁজা ইত্যাদি। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ক্রীড়া বিজয়ীদের শিক্ষক কর্তৃক মেডেল দ্বারা পুরস্কৃত করার মাধ্যমে।

অনুষ্ঠানটির মূখ্য উদ্দেশ্য ছিল বসন্তের প্রথম দিনটি একত্রে উদযাপন করা। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের সাথে পুরাতনদের সম্পর্কের সমন্বয় ঘটানো, যা অর্জন করা সম্ভব হয়েছে সকলের যৌথ প্রচেষ্টায়।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো