মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

শবে বরাতের আলো

শবে বরাতের আলো

হাফেজ আবু সাঈদ

চাঁদের আলো মাখা সে রাত,
বরকতের দিওয়া জ্বলে একসাথে,
আসমানের দরজা খুলে—
নামে রহমতের স্রোতে।

পাপের গ্লানি ধুয়ে যায়,
তওবার ভাষা বয়ে আনে,
হৃদয় জুড়ে নামে শান্তি,
আল্লাহ রহম তবু দানে।

অতীত যত ভুল-ভ্রান্তি,
ক্ষমার আশায় গড়ি সেতু,
সিজদায় মাথা রেখে বলি,
“তোমার দয়া চাই শুধু।”

হে আল্লাহ, দিও তুমি আলো,
সকল গুনাহ করো মাফ,
শবে বরাতের পবিত্র ছোঁয়ায়,
জীবন হোক দুঃখহীন স্বচ্ছতায়।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো