শরীফ সাইফুল্লাহ
কত তৃষ্ণার্ত হৃদয় পেলো পানির সন্ধান,
বাস্তবায়িত হলো কত সহস্র প্রেমের উপাখ্যান।
পাতা ঝরা গাছের কপালে আসে স্বপ্নীল বসন্ত,
পাখিরাও খোঁজে নেয় নীড়_পাড়ি দিয়ে সীমান্ত।
কত পথভুলা মানুষেরা পেয়ে গেলো হিদায়া,
ক্লান্ত পথিকেরও মিলে গেলো তবে নিবিড় ছায়া।
আমি কী পাবো না দিদার তব, হে আরবের দুলাল,
রোজ রোজ গাঁথি মালা_কভু বকুলের কী বা কৃষ্ণলাল।
দেখা দিও কাছে নিও, পরশ বুলিয়ে করো ধন্য রাসূল,
এ অধম ডাকে তোমায়_তোমার দিদার পেতে ব্যাকুল।
জানি আমি পাপীতাপী, তবু রাখি তোমার রহমের আশা,
তোমারি তরে বরাদ্দ রাসূল_হৃদয়ের সবটুকু ভালোবাসা।