গাজীপুর: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ আলোচনা সভায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। সভায় মহান ভাষা আন্দোলনে অংশগ্রহনকারীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা এবং যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভাষা আন্দোলন সংশ্লিষ্ট বিষয়ের উপর ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ছড়া পাঠ ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি উপজেলা সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সন্ধ্যায় ৫২-এর ভাষা আন্দোলনের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর ১২.১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাদ জোহর সকল মসজিদে শহিদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।এছাড়া সকল মন্দির,গির্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.ইসমাঈল ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহমুদুল হাসান, সেক্রেটারী মো.তাইজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইশরাত জাহান, বৈষমবিরোধী আন্দোলনের সমন্বয়ক সদস্য শরিফুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।