মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
নিউজ পাঠান
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
লেখা পাঠান

এক যুগেরও বেশি সময় পর নির্বাচন কমিশনে জামায়াত 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামী। সকাল ১০টার কিছু আগে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল কমিশনে পৌঁছায়।

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব বৈঠকে উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর সর্বশেষ আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছিল ২০১২ সালের ২ ডিসেম্বর। সে সময় দলটি নিবন্ধন বাঁচাতে গঠনতন্ত্র সংশোধন করে কমিশনে জমা দিয়েছিল। তবে পরে দলটির নিবন্ধন বাতিল করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো