বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে থেকে শুরু হয়ে কৃষি গবেষণা ইন্সটিটিউট পর্যন্ত এই র্যালিটি চলে।
র্যালির প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ইন্সটিটিউটের সভাপতি ইকবাল কবির এবং জেলা শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ র্যালিতে অংশ নেন।
ছাত্রশিবিরের কর্মীরা রাস্তায় সুশৃঙ্খলভাবে র্যালি করে এবং রাস্তার যান চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি না করার বিষয়ে সজাগ ছিল। র্যালিতে "শুভ দিন শিবিরের জন্মদিন", "আপোষ না সংগ্রাম", "নারায়ে তাকবির" ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আইয়ুবী বলেন, "ছাত্রশিবির গণমানুষের আস্থার নাম। গাজীপুরে শহীদ হয়েছেন শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীরকাশেম আলী ভাই। তার রেখে যাওয়া আদর্শের কাজ আমাদেরকেই চালিয়ে যেতে হবে।" তিনি আরও বলেন, "ছাত্রশিবির একটি আলোকিত সংগঠন। রাসূলের সময় যেমন ষড়যন্ত্র হয়েছে, এখনও কিছু লোক ষড়যন্ত্র করছে। আমরা জ্ঞানের মাধ্যমে তাদের ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ।"
ইয়াসিন আরাফাত বলেন, "আমরা নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, তা রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই অনুসারে আমাদের কাজ করতে হবে।"
ইকবাল কবির বলেন, "২৪-এর স্বাধীনতার পর মানুষের কাছে শিবির সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়েছে। ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীকে ক্ষমতা থেকে উৎখাত করতে যেভাবে প্রথম সারিতে ভূমিকা রেখেছে, তেমনিভাবে কোনো স্বৈরাচার যাতে না আসতে পারে সেজন্য ছাত্রশিবিরের জনশক্তিকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।" তিনি আরও বলেন, "এখনও দেশের বিভিন্ন পর্যায়ে স্বৈরাচারের সহযোগীরা বসে আছে। তাদের উৎখাত করার জন্য ছাত্র শিবিরকেই ভূমিকা নিতে হবে।"
সকাল ১০টা ৩০ মিনিটে র্যালিটি শেষ হয়।