প্রভাতের পাখির শব্দে
রব তোমায় জাগিয়ে তুলে,
রবের শুকরিয়া আদায় করে
রিজিকের উদ্দেশ্য বেরিয়ে যাবে।
সৃষ্টির সেরা করিয়াছে তোমারে,
রবের শুকরিয়া করিও প্রতিটি ক্ষণে।
পৃথিবীর বুকে কত প্রাণী রহিয়াছে
যাদের মানুষ দিয়েছে কষ্ট,
তুমি তারে কেন দিলা এত কষ্ট
তাহা কি তোমার সৃষ্ট।
সৃষ্টির প্রতি যে করে না দয়া,
রব তার প্রতি দেখায় না কোন মায়া।
পাহড়ের আঘাত যদি নিতে না পার,
কাউকে তা দিতে চেও না কখন।
পথিকরে দিও তুমি
সঠিক পথের দিশা,
অহেতুক তাকে ঘুরিয়ে
ধরিয়ে দিও না কো নেশা।
দোয়ায় যদি হায়াত বাড়ে,
সৃষ্টির লানত কেন নিবে।