‘সৌদিতে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে না’

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে অবস্থান করা ৬৯ হাজার রোহিঙ্গাকে দেশটি থেকে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটি জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

তবে তাদের পাসপোর্ট বাংলাদেশ নবায়ন করে দিলেও রোহিঙ্গাদের আর ফেরত পাঠাবে না দেশটি উল্লেখ করে ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বলেন, এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। তারা বাংলাদেশি পাসপোর্টধারী। তাদের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছি। তবে আমরা তাদের ফেরত পাঠাব না, শুধু আইনি প্রক্রিয়ার জন্য পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছি।

এসময়, আসন্ন রমজান মাস উপলক্ষে একই অনুষ্ঠানে বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের উপহার হিসেবে ১০০ টন খেজুর বাংলাদেশে এসে পৌঁছেছে। এ খেজুর মানবিক সাহায্য ও ত্রাণ কেন্দ্রের অধীনে দেশের দরিদ্র, অসহায় এবং বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে খেজুরের চালান হস্তান্তর করেন। বাংলাদেশ সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইতোমধ্যেই ৭০ টন খেজুর পেয়েছেন এবং রমজানের আগেই যথাযথ কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে খেজুর বণ্টন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে মানবিক সম্পর্ক জোরদার করতে চায় সৌদি আরব। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় করতে চান তারা। গত তিন বছরে সৌদি দূতাবাস ২২ লাখেরও বেশি শ্রমিক ভিসা ইস্যু করেছে, যা সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন