শনিবার, জুলাই ১২, ২০২৫
নিউজ পাঠান
শনিবার, জুলাই ১২, ২০২৫
লেখা পাঠান

ছাত্র-জনতার উদ্দেশে নুরের বার্তা

সরকার গঠনের পরও ‌‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদে সভাপতি নুরুল হক নুর।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে নুরুল হক বলেন, ‘সরকার গঠনের পরও ‌‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে। দেশে কর্মরত কূটনৈতিক ও আর্ন্তজাতিক অঙ্গনে নেগেটিভ বার্তা যাবে, যা আমাদের কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বির্নিমাণে ইতিবাচক মানসিকতায় আমাদের দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, দেশে নতুন কোনো সংকট তৈরি হলে অভ্যুত্থানের শক্তিসমূহই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

এর আগে বুধবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। মূলত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত হয়ে এ ভাঙচুর চালায় ছাত্র-জনতা।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো