মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (MIU) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ আয়োজিত CSE DAY ২০২৫ বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সকাল ১০:০০ টায় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্বরূপ লাল গোলাপ তুলে দেওয়া হয় এবং তারা মানারাত পরিবারের অংশ হিসেবে তাদের অনুভূতি প্রকাশ করেন। নবীনদের জন্য একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ডিন (SEST) ও CSE বিভাগের প্রধান। আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ এরশাদুল এইচ. চৌধুরী (বিভাগীয় প্রধান, EEE), ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর মনিরা আহসান, ফার্মেসি বিভাগের প্রধান মোঃ রেজাউল করিম এবং প্রফেসর ড. রামিত আজাদ (CSE)।
CSE DAY ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ব্রেইন গেমস, রুবিক্স কিউব ও টাগ অব ওয়ার অন্যতম আকর্ষণ ছিল। রুবিক্স কিউব প্রতিযোগিতায় ৬৫তম ব্যাচের মোঃ জারিফ চ্যাম্পিয়ন এবং ৬৪তম ব্যাচের মোঃ মুসা রানার-আপ হন। এছাড়াও ঐতিহ্যবাহী ‘হাড়ি ভাঙা’ খেলায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নেন। এই খেলায় শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস বিশেষ পুরস্কারে ভূষিত হন।
CSE DAY-এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কবিতা আবৃত্তি, গান ও নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটান।
দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয় পুরস্কার বিতরণী ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এর মাধ্যমে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকমণ্ডলী এই আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের জন্য এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য এখানে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো "দৈনিক দিগন্ত কণ্ঠ"