দেরিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান এক কলেজছাত্রী। ততক্ষণে ফটক (গেট) বন্ধ করে দেন রক্ষীরা। উপায় না পেয়ে গেটের নিচ দিয়ে পরীক্ষা দিতে ঢুকেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস।
ভিডিওতে দেখা যায়- একটি কলেজে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। কলেজের গেট বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গেটের বাইরে অভিভাবকদের জটলা। ওই সময় পরিবারের সদস্যদের সঙ্গে তড়িঘড়ি করে ওই কলেজের বাইরে পৌঁছান এক ছাত্রী। দেরিতে পৌঁছানোয় কলেজের ভিতরে প্রবেশ করতে পারেননি তিনি।
নিরুপায় হয়ে বন্ধ গেটের নিচের ফাঁকা অংশ দিয়ে কলেজের ভেতর প্রবেশ করেন। তা দেখে কলেজের গেটের বাইরে উপস্থিত জনতা হইহই করে চিৎকার করতে শুরু করেন। একজনকে তাকে সাহায্য করতেও দেখা যায়।
গত ১ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের একটি কলেজে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকে ওই ছাত্রীর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। আবার অনেকে বিহারের শিক্ষাব্যবস্থার চিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন।