রংপুরে মহাসড়কে তিন চাকার যানবাহনের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা

রংপুরের সাতমাথায় গত ৩১ জানুয়ারি যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গত ছয় মাসে রংপুরের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মহাসড়কগুলোতে নিয়ম না মেনে থ্রি হুইলার, নসিমন, করিমনের মতো তিন চাকার যানবাহনের চলাচল সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন পরিবহন চালকরা।

তিন চাকার যানবাহনের প্রতি বিরক্ত হয়ে এক ট্রাক চালক বলেন, ‘হর্ন দিলেও সাইড হয় না, ওরা সামনে এমনভাবে চালায় যে ব্রেকই কন্ট্রোল হয় না।’ আরেকজন চালক বলেন, ‘ওরা রাস্তা ভরে ফেলে, ডাইনে-বামে ইচ্ছেমতো চলে। আমাদের দোষ পড়লেও আমরা কিছু করতে পারি না।’

নিয়মকানুন না মেনে তিন চাকার যানবাহন মহাসড়কে চলাচল করলেও প্রশাসনের উদাসীনতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ করেছেন নিরাপদ সড়ক চাই-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ মাহমুদ। তিনি বলেন, ‘প্রতিটি সড়কে পুলিশ থাকলেও থ্রি হুইলারের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না।’

বড়দরগাহ্ হাইওয়ে থানার পরিদর্শক মোহা. মনিরুজ্জামান বলেন, ‘থ্রি হুইলার মহাসড়কে চলার কথা না। স্থানীয়দের নিয়ে বিভিন্ন মিটিং করেছি যাতে তারা সাইড লেন দিয়ে চলাচল করে।’

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে রংপুর অঞ্চলের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ১৯৫টি দুর্ঘটনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন