আজ ২ ফেব্রুয়ারি, কালীগঞ্জে বিকাল ৫টায় বিএনপি'র একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সাবেক গাজীপুর-৫ আসনের সফল বিএনপি নেতা ফজলুল হক মিলন গাজীপুর জেলার আহ্বায়ক নির্বাচিত হওয়ায় এই আনন্দ মিছিলটি আয়োজন করা হয়।
মিছিলে কালীগঞ্জ বিএনপি'র বিভিন্ন নেতা কর্মীসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। মিছিলটি বিএনপি'র উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে আর আর এন পাইলট স্কুল মাঠ প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলরত নেতা কর্মীরা স্লোগান দেন, "এই মাত্র খবর এলো মিলন ভাই জেলা আহ্বায়ক হলো"। এছাড়াও তারা "আমরা জিয়া সৈনিক" বলে স্লোগান দেন।
সম্প্রতি, মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এরশাদবিরোধী আন্দোলনের সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং দুবার সংসদ সদস্য ছিলেন।
যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহর ছেলে এবং প্রয়াত আরেক নেতা তানভীর সিদ্দিকীর ছেলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।