বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
নিউজ পাঠান
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
লেখা পাঠান

পাকিস্তানের প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর এম আই চৌধুরীর মানারাত ইউনিভার্সটি পরিদর্শন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রখ্যাত বিজ্ঞানী করাচির এইচ.ই.জে. রিসার্চ ইনস্টিটিউট অব কেমিস্ট্রি এর গবেষক প্রফেসর মুহাম্মদ ইকবাল চৌধুরী (এম আই চৌধুরী)। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ পরিদর্শনে আসেন।

এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ওমার আলী। পরে তারা এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময়কালে তারা বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে পারস্পরিক সমঝোতা বিনিময়, প্রশিক্ষণ, ল্যাব, লাইব্রেরির উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন।

এ সময় স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের ডিরেক্টর আব্দুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রফেসর মুহাম্মদ ইকবাল চৌধুরী পাকিস্তানের একজন প্রখ্যাত জৈব রসায়ন বিজ্ঞানী। তিনি রসায়নে প্রাকৃতিক উৎপাদ সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে গবেষণার জন্য পরিচিত। তিনি ১২ শ’র বেশি দেশীয় ও আন্তর্জাতিক গবেষণাকর্ম প্রকাশ ছাড়াও পাকিস্তান সরকারের দেয়া তামঘা-ই-ইমতিয়াজ এবং প্রেসিডেন্টের দেয়া সিতারা-ই-ইমতিয়াজ ও হিলাল-ই-ইমতিয়াজ পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। তিনি ২০১৫ সালে পাকিস্তানের দ্বিতীয় সবচেয়ে কার্যক্ষম বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পান।

তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গুণগত শিক্ষিা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এ সময়।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো