শনিবার, জুলাই ১২, ২০২৫
নিউজ পাঠান
শনিবার, জুলাই ১২, ২০২৫
লেখা পাঠান

বিএনপি নেতা স্বপনের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাইফুল ইসলাম স্বপনের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাইফুল ইসলাম স্বপনের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়াও এ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দীন আকনের প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো